শনিবার, ১৮ই অক্টোবর ২০২৫ খ্রিস্টাব্দ
৩রা কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ৯ নম্বর, সহজেই সমাধান করা যাবে: পাকিস্তান-আফগান যুদ্ধ প্রসঙ্গে ট্রাম্প *** ৪৫ বছর ছদ্মবেশে বিলাসী জীবন, অবশেষে বিচারের মুখে গুম-খুনের হোতা *** ত্রিপুরায় পিটুনিতে নিহত তিন বাংলাদেশিকে ‘চোরাকারবারি’ বলল ভারত *** জাতীয়ভাবে লালন উৎসব উদযাপন অব্যাহত থাকবে: মোস্তফা সরয়ার ফারুকী *** নির্বাচন প্রক্রিয়া নিয়ে আলোচনায় বসার প্রধান উপদেষ্টার আহ্বানে রাজি বিএনপি *** জুলাই সনদে স্বাক্ষর না করার যে ব্যাখ্যা দিল এনসিপি *** হাসপাতাল থেকে বাসায় ফিরলেন খালেদা জিয়া *** স্বাধীনতার ঘোষণাপত্র থাকছে জুলাই সনদে, স্পষ্ট হলো নোট অব ডিসেন্ট *** আন্দোলনের অগ্রদূতদের অংশগ্রহণ ছাড়া জুলাই সনদ অর্থহীন: মঈন খান *** জুলাই সনদ স্বাক্ষর বাংলাদেশের রাজনীতির ইতিহাসে নতুন অধ্যায়ের সূচনা: মির্জা ফখরুল

মাঝ আকাশে হেনস্থার শিকার অভিনেত্রী, অভিযোগ দায়ের

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ১১:০৯ অপরাহ্ন, ১১ই অক্টোবর ২০২৩

#

ছবি-ফাইল

মাঝ আকাশে বিমানে হেনস্থার শিকার মালয়ালম অভিনেত্রী দিব্যা প্রভা। দিব্যার অভিযোগ, বিমানে সফর করাকালীন এক সহযাত্রীর হাতে হেনস্থার শিকার হতে হয় তাঁকে। উড়ান সংক্রান্ত সব তথ্য দিয়ে কেরল পুলিশে অভিযোগ দায়ের করেছেন দিব্যা। 

গণমাধ্যমের পাতায় গোটা ঘটনার কথাও জানিয়েছেন তিনি। দিব্যার তথ্য অনুযায়ী, গত ১০ অক্টোবর মুম্বই থেকে কোচি ফিরছিলেন তিনি। বিমানে এক সহযাত্রী মদ্যপ অবস্থায় তাঁর সঙ্গে দুর্ব্যবহার করেন বলে তাঁর অভিযোগ।

দিব্যার অভিযোগ, বিমানে এক সহযাত্রী নিজের আসন বদলে তাঁর পাশে এসে বসেন। তার পর থেকেই তাঁর সঙ্গে ওই যাত্রী বিনা কারণে তর্ক করা শুরু করেন বলে অভিযোগ অভিনেত্রীর। 

আরো পড়ুন: সবার সামনেই প্রিয়াঙ্কাকে বিয়ের প্রস্তাব শাহরুখের!

বার বার বিমানসেবিকার কাছে নালিশ করা সত্ত্বেও তেমন কাজ হয়নি। বরং নিজের সুরক্ষার স্বার্থে তাঁকেই নিজের আসন বদলাতে হয় বলে জানিয়েছেন দিব্যা। 

কোচি বিমানবন্দরে নেমে বিমানবন্দর কর্তৃপক্ষকে গোটা ঘটনার বিষয়ে জানানোর পরে পুলিশে অভিযোগ দায়ের করার সিদ্ধান্ত নেন মালয়ালম অভিনেত্রী। অভিযোগপত্রের সঙ্গে নিজের টিকিটও প্রমাণ হিসাবে জমা দিয়েছেন তিনি।

কেরল পুলিশের কাছে অভিযোগ দায়ের করে দিব্যা আবেদন জানিয়েছেন, যাতে বিমানে এমন ব্যবহারের ক্ষেত্রে কড়া ব্যবস্থা নেওয়া হয়। শুধু তিনিই নন, অন্য কোনও মহিলা যাত্রীকেও যাতে এমন হেনস্থার শিকার না হতে হয়, তা-ও নিশ্চিত করতে চান দিব্যা।

মালয়ালম বিনোদন জগতের অন্যতম পরিচিত মুখ তিনি। ‘মালিক’,‘টেক অফ’, ‘ইতিহাস’-এর মতো ছবিতে কাজ করেছেন দিব্যা।

এসি/ আই.কে.জে

অভিনেত্রী অভিযোগ সংস্থার বিরুদ্ধে

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250